সেন্ট মার্টিন দ্বীপ হলো বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এটি দেশের মূল ভূখণ্ডের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত। এটি কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমারের উপকূল থেকে প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। দ্বীপটির আয়তন তুলনামূলকভাবে কম (প্রায় ৮ বর্গ কিলোমিটার), যা জোয়ার-ভাটার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। দারুচিনীর দ্বীপ নাকি নারিকেল জিঞ্জিরা ? স্থানীয়ভাবে এটি নারিকেল জিঞ্জিরা নামে পরিচিত, কারণ এখানে প্রচুর নারিকেল গাছ পাওয়া যায়। এছাড়া এটি দারুচিনি দ্বীপ নামেও পরিচিত। তাঁর বিখ্যাত উপন্যাস ও নাটক 'দারুচিনি দ্বীপ' নির্মাণে দ্বীপ টির নাম দারুচিনির দ্বীপ নাম করন করা হয় । এ খানে কি আর কিছু নেই , অবশ্যই রয়েছে । এখানে রয়েছে ছেঁ ড়া দ্বীপ । সেন্ট মার্টিনের দক্ষিণে একটি ছোট জনশূন্য দ্বীপ রয়েছে , যা ছেঁড়া দ্বীপ বা সিরাদিয়া নামে পরিচিত। ভাটার সময় হেঁটেই মূল দ্বীপ থেকে সেখানে যাওয়া যায়। আরো রয়েছে , প্রবাল দ্বীপ । এই দ্বীপটি মূলত প্রবালের উ...
"বিরাট কোহলি - নামটি শুনলেই চোখে ভাসে cover drives, centuries এবং aggression-এর ছবি। কিন্তু এই সাফল্যের আড়ালে লুকিয়ে আছে একজন মানুষের অনন্য গল্প, যে নিজের স্বভাব, attitude এবং lifestyle বদলে cricket history-ই বদলে দিয়েছে " Virat Kohil Virat Kohil ৫ ই নভেম্বর ১৯৮৮ সালে , ভারতের রাজধানী দিল্লিতে একটি পাঞ্জাবি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন । পিতা নামঃ প্রেম কোহলি(Prem Nath Kohil). তিনি একজন ফৌজদারি আইনজীবী (Criminal Lawyer) হিসেবে কাজ করতেন। (তাঁর বাবা ২০০৬ সালে মারা যান) । মাতার নাম: সরোজ কোহলি (Saroj Kohli) আর তিনি একজন গৃহিণী। পড়াশোনাঃ স্কুল: দিল্লির বিশাল ভারতী পাবলিক স্কুল (Vishal Bharti Public School)-এ তাঁর প্রাথমিক শিক্ষা শুরু হয়। পরে তিনি স্যাভিয়ের কনভেন্ট স্কুল (Savior Convent School)-এও পড়াশোনা করেন। জানা যায়, তিনি ক্লাস টুয়েলভ (দ্বাদশ শ্রেণী) পর্যন্ত পড়াশোনা করেছেন। ক্রিকেট প্রশিক্ষণ: ১৯৯৮ সালে তিনি পশ্চিম দিল্লি ক্রিকেট একাডেমি (West Delhi Cricket Academy)-তে ভর্তি হন এবং সেখান থেকেই তাঁর ক্রিকেট জীবনের শুরু হয়। বি...